কী এই ‘প্যান ইন্ডিয়ান’ রেসিপি
ভারতীয় সিনেমা মানেই বলিউড। এমন ধারণা বলিউডই তৈরি করে রেখেছিল দিনের পর দিন। ভারতীয় সিনেমায় বলিউডের সেই দুর্গে আঘাত হেনেছে ‘বাহুবলী’। আর তাতে চুরমার বোম্বের দাপট। বাহুবলীর পিছু পিছু পুষ্পা, রকি আঘাতের পর আঘাতে কুঁজো করে দিয়েছে মুম্বাইয়ের মায়াবী নগরকে। ভারতজুড়ে এখন দাপট দক্ষিণী সিনেমার।…